কাদিয়ানীদের ধোঁকাবাজি
কাদিয়ানীদের স্বীকারোক্তি মূলক বিশেষ বিজ্ঞপ্তির (জবাব)
রাজধানীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কাদিয়ানীদের বিতর্কিত কুফুরির দাওয়াতের লিফলেট প্রেরণের কথা তাদের মিডিয়া উইং আহমদ তবশির সাহেব অকপটে স্বীকার করে নিলেন।
এর দ্বারা প্রমাণিত হলো যে, যে যে কাদিয়ানী অপপ্রচার করেছিলো "এই লিফলেট, খাম এবং কাদিয়ানীদের ঠিকানা সবই আমাদের হুজুরদের মিথ্যাচার প্রোপাগান্ডা করেছিলো" কাদিয়ানীদের সাথে সাংঘর্ষিক দাঙ্গা হাঙ্গামা বাজানোর উদ্দেশ্যে" এটা সম্পূর্ণ মিথ্যা এবং কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক মুসলমানদের কাছে লিফলেট প্রেরণ সত্য প্রমাণিত হলো।
যদি এটা আমাদের তৈরি করা কোন ফাঁদ হত তবে আহমদ তবশির চৌঃ অভিযোগ করতেন যে এটা আমাদের হুজুরদের রচিত কাজ, কিন্তু আহমদ তবশির সাহেব তা না করে মাহমুদ সাহেব কোন আহমদী নন, এবং উক্ত মাহমুদ সাহেব একজন বিকৃত মস্তিষ্কের মানুষিকরোগী বলে প্রচার করেছেন, কিন্তু আমরা জানি এই মাহমুদ কাদিয়ানী সাহেব একজন সিনিয়র কাদিয়ানী ধর্মের ধর্মপ্রচারক ব্যক্তি।
কাদিয়ানীরা যখনি দেখে যে, যেকোন ব্যক্তি তাদের সার্থ্যের বিরুদ্ধে চলে যায় এমন কোন কাজ করে, বা কাদিয়ানীয়ত ছেড়ে মুসলিম হয় তখন ঐ ব্যক্তির উপর এমন অভিযোগ তারা হর হামেশা করে যে ঐ লোকটি পাগল, মানুষিকরোগী ইত্যাদি ইত্যাদি।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সচেতন হউন, আর কত ঘুমের ঘোরে সময় কাটাবেন, চোঁখ মেলে তাকিয়ে দেখুন বাতিল সম্প্রদায় কিভাবে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা খেলতেছে, তাদের প্রতারণার ফাঁদে পড়ে কত মানুষ আজ ঈমানহারা হচ্ছে, এর জবাব কি আপনার, আমার দিতে হবেনা আল্লাহর কাছে..??
কাদিয়ানী নেতা আহমদ তবশির চৌঃ কর্তৃক বিশেষ বিজ্ঞপ্তি ও তাদের অপর নেতা মাহমুদ কাদিয়ানী কর্তৃক প্রেরিত তাদের প্যাড ও খামে পত্রমারফত দাওয়াতনামা দ্রষ্টব্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন