"ওয়ামা ছালাবূহু" ও কাদিয়ানীদের ভ্রান্ততা
"ওয়ামা ছালাবূহু" ও একটি সংশয় নিরসন প্রশ্নকর্তাঃ পবিত্র কুরআনে "ওয়ামা ছালাবূহু" বলতে আসলে কী বুঝানো হয়েছে? ইহুদিরা হযরত ঈসা (আঃ)-কে শূলিবিদ্ধ করেনি নাকি ইহুদিরা শূলির উপর তাঁকে হত্যা করতে পারেনি, কোনটা? উত্তরদাতাঃ ধুর মিয়া! পাগল হলেন নাকি? ইহুদিরা ঈসাকে শূলিতে হত্যা করতে পারল কি পারল না, এটা তো পরের বিষয়! আপনি এত তাড়াতাড়ি এই জায়গায় কেন চলে এলেন? তার আগে তো আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে! প্রশ্নকর্তাঃ আপনি কী বুঝাতে চাচ্ছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি! বুঝাইয়া বলেন! জবাবদাতাঃ ও তাই! তাহলে আগে একটা ঘটনা বলি। মনে করুন আপনার ঘরে আগুন লাগল। ঘটনাক্রমে ঘরের ভেতর আপনি আটকে গেলেন। কোনোভাবেই বাঁচার উপায় দেখছেন না। এমন সময় আপনি ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে বাঁচার আকূতি জানালেন। এখন আপনি আমাকে বলুন, এমতাবস্থায় যেই লোক আগুন থেকে বাঁচার আকূতি জানিয়ে নিজের বিপদের কথা ফায়ার সার্ভিসকে জানাবেন সেই ব্যক্তির সাথে ফায়ার সার্ভিসের আচরণ কেমন হওয়া উচিত? আগুনের হাতে তুলে দেয়া নাকি তাকে আগুন থেকে নিবৃত্ত রাখা? প্রশ্নকর্তাঃ অবশ্যই আগুন থেকে তাকে নিবৃত্ত রাখা। কিন্তু ঈসার সাথে এই ঘটনার কী সম্পর্...