পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"ওয়ামা ছালাবূহু" ও কাদিয়ানীদের ভ্রান্ততা

 "ওয়ামা ছালাবূহু" ও একটি সংশয় নিরসন প্রশ্নকর্তাঃ পবিত্র কুরআনে "ওয়ামা ছালাবূহু" বলতে আসলে কী বুঝানো হয়েছে? ইহুদিরা হযরত ঈসা (আঃ)-কে শূলিবিদ্ধ করেনি নাকি ইহুদিরা শূলির উপর তাঁকে হত্যা করতে পারেনি, কোনটা? উত্তরদাতাঃ ধুর মিয়া! পাগল হলেন নাকি? ইহুদিরা ঈসাকে শূলিতে হত্যা করতে পারল কি পারল না, এটা তো পরের বিষয়! আপনি এত তাড়াতাড়ি এই জায়গায় কেন চলে এলেন? তার আগে তো আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে! প্রশ্নকর্তাঃ আপনি কী বুঝাতে চাচ্ছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি! বুঝাইয়া বলেন! জবাবদাতাঃ ও তাই! তাহলে আগে একটা ঘটনা বলি। মনে করুন আপনার ঘরে আগুন লাগল। ঘটনাক্রমে ঘরের ভেতর আপনি আটকে গেলেন। কোনোভাবেই বাঁচার উপায় দেখছেন না। এমন সময় আপনি ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে বাঁচার আকূতি জানালেন। এখন আপনি আমাকে বলুন, এমতাবস্থায় যেই লোক আগুন থেকে বাঁচার আকূতি জানিয়ে নিজের বিপদের কথা ফায়ার সার্ভিসকে জানাবেন সেই ব্যক্তির সাথে ফায়ার সার্ভিসের আচরণ কেমন হওয়া উচিত? আগুনের হাতে তুলে দেয়া নাকি তাকে আগুন থেকে নিবৃত্ত রাখা?  প্রশ্নকর্তাঃ অবশ্যই আগুন থেকে তাকে নিবৃত্ত রাখা। কিন্তু ঈসার সাথে এই ঘটনার কী সম্পর্...

কাদিয়ানীর প্রতারণা ও মুহাম্মদী বেগম

 ★মির্যা গোলাম কাদিয়ানীর প্রতারণা ও মুহাম্মদী বেগমের ঘটনা★ মিথ্যা ওহীর বানীতে সুন্দরী রমনী মুহাম্মদী বেগমকে বিবাহ করার অপচেষ্টায় ব্যর্থ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী........বিস্থারিত পড়ুন।। আহমদিয়া মুসলিম জামা'আত নামক ধর্মের প্রবর্তক মির্জ কাদিয়ানীর একটি ভবিষ্যৎবাণী ছিল, তার সাথে মুহাম্মাদী বেগমের বিবাহ হবে। এটি তার সবচেয়ে প্রসিদ্ধ ও চ্যালেঞ্জপূর্ণ ভবিষ্যৎবাণী, এটাকে সে তার বইপত্রে নিজের সত্যতার মাপকাটি হিসাবে পেশ করত। এখন জানতে হবে যে মুহাম্মাদী বেগম কে..? মুহাম্মাদী বেগম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক আত্মীয় মির্জা আহমদ বেগের কন্যা। ভারতের হুশিয়ারপুরের অধিবাসী মির্জা আহমদ বেগ এর কন্যা মুহাম্মাদী বেগম, অনিন্দ্য সুন্দরী হওয়ায় মির্জা গোলাম আহমদের কুদৃষ্টিপড়ে যুবতীর প্রতি, তাই নিজের লালসাকে মিটাবার পায়তারায় মুহাম্মাদী বেগমকে বিয়ে করার আগ্রহ জাগে।। একদিন সে কন্যার পিতার কাছে বিয়ের প্রস্তাব পাটায়, কিন্তু মেয়ের পিতা আহমদ বেগ সাহেব এতে সম্মত হননি, মির্জা গোলাম আহমদ, মির্জা আহমদ বেগকে প্রভাবিত করার জন্য জোরে শোরে দুটি কথা তার মূখের উপর ছেড়ে দিলো। প্রথম কথা, মুহাম্মাদী বেগম তার বিবাহ বন্ধনে ...

মুসলমানের সংঙ্গা

কাদিয়ানীরা কাফের সম্প্রদায়, তারা কথায় কথায় মুসলমানদের পরিচয় জানতে চায় কোরআন ও হাদীসের মাধ্যমে। জবাব দেয়া হলো। ..……...........আল্লাহর গোলাম মেহেদী.................. পর্ব-১ আল কোরআনের আলোকে মুমিন কারা, তার জবাব সয়ং আল্লাহতালা দিচ্ছেন। (সুরা আল ফাতহ আয়াত নং ২৯) مُحَمَّدٌ  رَّسُوۡلُ اللّٰہِ ؕ وَ الَّذِیۡنَ مَعَہٗۤ اَشِدَّآءُ  عَلَی الۡکُفَّارِ  رُحَمَآءُ  بَیۡنَہُمۡ تَرٰىہُمۡ  رُکَّعًا سُجَّدًا یَّبۡتَغُوۡنَ  فَضۡلًا مِّنَ  اللّٰہِ  وَ رِضۡوَانًا ۫ سِیۡمَاہُمۡ  فِیۡ وُجُوۡہِہِمۡ  مِّنۡ  اَثَرِ السُّجُوۡدِ ؕ ذٰلِکَ مَثَلُہُمۡ  فِی التَّوۡرٰىۃِ ۚۖۛ وَ مَثَلُہُمۡ  فِی الۡاِنۡجِیۡلِ ۚ۟ۛ کَزَرۡعٍ  اَخۡرَجَ  شَطۡـَٔہٗ  فَاٰزَرَہٗ  فَاسۡتَغۡلَظَ فَاسۡتَوٰی عَلٰی سُوۡقِہٖ یُعۡجِبُ الزُّرَّاعَ  لِیَغِیۡظَ بِہِمُ  الۡکُفَّارَ ؕ وَعَدَ اللّٰہُ  الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ مِنۡہُمۡ  مَّغۡفِرَۃً  وَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿٪۲۹﴾ অনুবাদ, মুহাম্মাদ আল্লাহর রাসুল। আর যে সব লোক ...

কাদিয়ানীদের ধোঁকাবাজি

 কাদিয়ানীদের স্বীকারোক্তি মূলক বিশেষ বিজ্ঞপ্তির (জবাব) রাজধানীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কাদিয়ানীদের বিতর্কিত কুফুরির দাওয়াতের লিফলেট প্রেরণের কথা তাদের মিডিয়া উইং আহমদ তবশির সাহেব অকপটে স্বীকার করে নিলেন। এর দ্বারা প্রমাণিত হলো যে, যে যে কাদিয়ানী অপপ্রচার করেছিলো "এই লিফলেট, খাম এবং কাদিয়ানীদের ঠিকানা সবই আমাদের হুজুরদের মিথ্যাচার প্রোপাগান্ডা করেছিলো" কাদিয়ানীদের সাথে সাংঘর্ষিক দাঙ্গা হাঙ্গামা বাজানোর উদ্দেশ্যে" এটা সম্পূর্ণ মিথ্যা এবং কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক মুসলমানদের কাছে লিফলেট প্রেরণ সত্য প্রমাণিত হলো। যদি এটা আমাদের তৈরি করা কোন ফাঁদ হত তবে আহমদ তবশির চৌঃ অভিযোগ করতেন যে এটা আমাদের হুজুরদের রচিত কাজ, কিন্তু আহমদ তবশির সাহেব তা না করে মাহমুদ সাহেব কোন আহমদী নন, এবং উক্ত মাহমুদ সাহেব একজন বিকৃত মস্তিষ্কের মানুষিকরোগী বলে প্রচার করেছেন, কিন্তু আমরা জানি এই মাহমুদ কাদিয়ানী সাহেব একজন সিনিয়র কাদিয়ানী ধর্মের ধর্মপ্রচারক ব্যক্তি। কাদিয়ানীরা যখনি দেখে যে, যেকোন ব্যক্তি তাদের সার্থ্যের বিরুদ্ধে চলে যায় এমন কোন কাজ করে, বা কাদিয়ানীয়ত ছেড়ে মুসলিম হয় তখন ঐ ব্যক্তির উপর এমন ...

হাদীসে মসিহ

********************* মসিহ্ ******************* সহিহ বুখারীর ৮৩২ নং সহিহ হাদিসের অংশে উল্লেখিত "মসিহ্ হলো দু ব্যক্তি একজন মসিহ ঈসা ইবনু মারইয়াম অপরজন মসীহে্ দাজ্জাল" আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম) অসংখ্য অগণিত হাদিসে এ দু-জনকে তাদের নামের আগে "মসিহ্" বলে সংবোধন করেছেন। আমরা হাদিসগুলো লক্ষ করলেই তা আমাদের নজরে আসে। প্রিয় পাঠকবৃন্ধ অনুগ্রহ করে লিখাটা পড়ুন এবং বুঝে অন্তত একটি সঠিক মন্তব্য করুন। প্রিয় পাঠক, কাদিয়ানী সম্প্রদায় এই "মসিহ্" শব্দটার রহস্য ভেঁদ করতে চায়না, তার অন্যতম প্রধান কারণ হলো, এই রহস্য প্রকাশ পেলে তাদের ভন্ড মসিহ্ অর্থাত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী কাজ্জাব হিসাবে অকাট্যভাবে প্রমাণিত হয়ে যাবে। তারা এই "মসিহ্" কথাটার সহজ অর্থে "সংস্কাকারী" হিসাবে প্রচার করে অথছ, এর অর্থ মুফাসসিরিনে কেরামগন এক অভিন্ন এবং সঠিক ব্যাখ্যা বর্ণনা করেছেন নিম্নে লক্ষ করুন। প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই "মসিহ্" শব্দের সাথে, ঈসা (আঃ) এর নাম কোরআনে ঈসা নামের পরেও মসিহ্ নাম ও উল্লেখ করা হয়েছে, মসিহ্ অর্থ হল (অত্যধি...